গাজীপুরে মানবিক বাংলাদেশ সোসাইটির গাছা থানা কমিটি ঘোষনা
আলমগীর কবীর:
মঙ্গলবার ২২ফেব্রুয়ারী২০২২ইংসন্ধ্যা ৭.০০ঘটিকায় গাজীপুরের টঙ্গীস্থ মানবিক বাংলাদেশ সোসাইটি‘র মহানগর অফিসে গাছা থানার পূর্নাঙ্গ ৩০ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজী হক । কমিটির সভাপতি নির্বাচিত হন,মো: রাজু আহমেদ রাশেদ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জুলকারনাঈম সিয়াম ।
গাজীপুর মহানগর শাখা কমিটি‘র সভাপতি মো: কামরুজ্জামান কামরুল ও সাধারন সম্পাদক মো:ইকবাল হোসেন চৌধুরীর স্বাক্ষরিত ১(এক) বছর মেয়াদে গাছা মেট্রো থানা কমিটি‘র চুড়ান্ত অনুমোদন দেওয়া হয় । কমিটি‘র দায়িত্ব অর্পণকালে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির সভাপতি, জাহিদুল ইসলাম বিদুৎ্য,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,সালেহ আহমেদ হৃদয় ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: পবন ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন ।

এছাড়াও গাছা মেট্রো থানা কমিটিতে স্থান প্রাপ্ত সকল নবনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মিষ্টি বিতরণ করেন উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক । অনুষ্ঠান শেষে মানবিক বাংলাদেশ সোসাইটির কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজী হক বলেন,২০১৬ সালে মানবিক ঢাকা নামে সংস্থাটির আত্ম প্রকাশ ঘটে । সেই সময় রাজধানী কেন্দ্রীক অসহায়,দরিদ্র,অবহেলিত পথশিশুসহ ছিন্নমুল মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোই ছিল এই সংস্থার কাজ । পরবর্তীতে ২০১৮ সালে মানবিক বাংলাদেশ সোসাইটি নামে আত্মপ্রকাশ করে। আমাদের বোধদয় হয়েছে শুধুমাত্র ঢাকা কেন্দ্রীক নয় । বছরের পর বছর পুরো বাংলাদেশেই আত্ম মানবতার সেবায় মানবিক বাংলাদেশ সোসাইটির মাধ্যমে অসহায় মানুষের পাশে সহযোগীতার হাত বাড়াবে এই সংস্থা ।
ইতিমধ্যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাংলাদেশের বেশির ভাগ জেলাতে করোনা কালিন সময়ে অসহায়,হত দরিদ্র মানুষের পাশে আমরা দাড়িয়েছি । স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী,খাদ্য সামগ্রী,শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ মানবতার কল্যান হয় এমন কাজ করেছি ।আগামীতে এই কর্মতৎপরতাকে আরও বেগবান করার লক্ষে আমরা কাজ করছি ।